ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার বাৎসরিক পুরস্কার বিতরণ মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়।আজ সকালে উক্ত কলেজ প্রাঙ্গণে সংবর্ধনা দেয়া হয়। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন-নবীনগর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, মোঃ সাইফউদ্দিন আনোয়ার অফিসার ইনচার্জ নবীনগর থানা, মোহাম্মদ মোকাররাম হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নবীনগর, শামস্ আলম সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীনগর উপজেলা শাখা ।
আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন খান দাতা সদস্য গভর্নিং বোর্ড কৃষ্ণগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ, আবুল কালাম আজাদ অভিভাবক সদস্য, মোঃ ফখরুল আলম,অভিভাবক সদস্য, মোহাম্মদ মোকাররাম হোসাইন অভিভাবক সদস্য, রফিকুল ইসলাম অভিভাবক সদস্য, রফিক মিয়া, ইয়াসমিন আক্তার মহিলা অভিভাবক সদস্য , মোহাম্মদ সায়েদুল ইসলাম আকন্দ শিক্ষক প্রতিনিধি সদস্য, হাবিবা বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক, সভাপতিত্ব করেন কাজী মলাই মিয়া, সভাপতি-কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ফেরদৌস রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষ্ণর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ।
এ প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস রহমান বলেন, এ বছর আমাদের এসএসসি পরীক্ষার্থী ২০৯ জন তবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কমিটি ও স্কুল কর্তৃপক্ষ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, এ বছর এসএসসি পরীক্ষার্থীর শতভাগ পাশ করার আশা করছি, এবং ৯৩ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাহমুদা জাহান সহকারি ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে তথ্যপ্রযুক্তি আইসিটি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, মোঃ মনির হোসেন, সহকারি প্রধান শিক্ষক কৃষ্ণনগর আব্দুল জব্বার এন্ড কলেজ।
