নিজস্ব প্রতিনিধি:
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমায় দেশের বাজারেও দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (১২ জুলাই) থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা এবং খোলা পাম তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরভিএমএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সয়াবিন তেল (খোলা) প্রতি লিটারে ৮ টাকা এবং বোতলজাত ১০ টাকা কমেছে। এ ছাড়া পাম তেলের (ওপেন) দাম কমানো হয়েছে ৫ টাকা ও বোতলজাত ১২ টাকা। আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল লিটার প্রতি ১৬৭ টাকা। প্রতি লিটার ৮ টাকা কমে ১৫৯ টাকা হয়েছে। ১ লিটারের বোতল সয়াবিন তেলের দাম ছিল ১৮৯ টাকা। তা ১০ টাকা কমে ১৭৯ টাকা হয়েছে। ৫ লিটারের বোতলের দাম ছিল ৯১৬ টাকা, তা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে।
আগে খোলা পাম তেলের দাম ছিল প্রতি লিটার ১৩৩ টাকা। এখন লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা করা হয়েছে। একই সময়ে প্রতি লিটার পাম তেলের বোতল ছিল ১৬০ টাকা, ১২ টাকা কমে ১৪৮ টাকা হয়েছে।