ডেস্ক রিপোর্ট ঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল একেএম আমিনুল হক। মঙ্গলবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। তাই তার কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগেও ন্যস্ত করা হয়েছে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান একেএম মেজর জেনারেল আমিনুল হক বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমান অফিসার। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্লাটুন কমান্ডার ছিলেন। এই সিগন্যাল কর্পস জেনারেল এর আগে ডিজিএফআই এবং এনএসআইতে কাজ করেছেন। মেজর জেনারেল আমিন লন্ডনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।
এ ছাড়া মেজর জেনারেল আমিনুল হক স্বপনের বাবা সাহসী মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। মা মরহুম বেগম আশরাফুন্নেসাকে রত্নগর্ভা মা উপাধি দেওয়া হয়। তার বড় ভাই একেএম এনামুল হক শামীম শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, তার বোন শামীম আরা হক কাকলী একজন সিনিয়র কর্মচারী। একটি বেসরকারি ব্যাংকের। তার ছোট ভাই ডাঃ আশরাফুল হক সহযোগী অধ্যাপক, কার্ডিয়াক বিভাগ, সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির মহাসচিব।
উল্লেখ্য, জেনারেল আমিন কুমিল্লা ক্যাডেট কলেজ জুনিয়র হাই অ্যান্ড হাই স্কুল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি প্রথম শ্রেণীতে পাস করেন। তিনি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিগ্রি নিয়েছেন। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিইউপি থেকে তার দুটি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।