নিজস্ব প্রতিনিধি:
হাসপাতাল থেকে সুস্থ হয়ে দেশে ফিরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। যেখানে তাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানোর তীব্র প্রতিবাদ জানান তিনি। এর সাথে তিশা আরো বলেন, যারা তার ক্ষতি করেছেন তাদের সকলের নাম ফাঁস করবেন।
অভিনেত্রী তার স্ট্যাটাসে লিখেছেন, আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিং হয়। এরপরে কিছু ব্যাপারে আমার অবস্থা খারাপ ছিল। তাই আমি একটা ঘুমের ট্যাবলেট খাই, যার সাইডইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ন সুস্থ।
আর একটা কথা বলি, দুই বছর আগে আমার বাবা মারা গেছেন এবং এটা আমাকে এতটাই শক্তিশালী করে তুলেছে যে আমি জীবনে কখনো এমন ব্যক্তি বা কোনো ব্যক্তির জন্য এমন পদক্ষেপ নেব না।
যারা ক্ষতি করার চেষ্টা করেছে তাদের সতর্ক করে তিশা লিখেছেন, সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।
যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে সেটা হোক মিডিয়ার কিছু মানুষ, তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে- স্পেশালি আমার নারী ও পুরুষ সহকর্মী, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ- যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে অতি শীঘ্রই আমার শুভাকাঙ্খিদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সাথে বসে প্রেস কনফারেন্স করবো। ধন্যবাদ।
সর্বশেষ এই স্ট্যাটাসে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম উল্লেখ করেছেন তিশা। যদিও শুধু নামটা লিখেই শেষ করেছেন তিনি। এর বেশি বিস্তারিত কিছু বলেননি তাকে নিয়ে।
এর আগে বুধবার তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার খবর ছড়িয়ে পড়ে। ছোট পর্দার এক অভিনেতার সঙ্গে তিশার সম্পর্ক ছিল বলে দাবি করা হয়েছিল। বেশ কিছুদিন ধরেই সেই সম্পর্ক নিয়ে ঝামেলা চলছিল। এরই জের ধরে বুধবার রাতে রাজারবাগে নিজ বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। এরপর তার বোন অভিনেত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।