নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টায় হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড দুপুরে বৈঠক করবে। এর পর ম্যাডাম বাসায় ফিরবেন।’
আবদুস সাত্তার বলেন, ‘গত শনিবার দুপুরে খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ভর্তির পরামর্শ দেন। এরপর হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করা হয়।’
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বিএনপি চেয়ারপারসন এখন অনেকটা সুস্থ। শরীরে জ্বর নেই। সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা তার বাড়িতে চিকিৎসার পক্ষে মতামত দেন। তাকে বাড়িতে নিয়ে গেলে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা করা হবে।
গত বছরের জুন মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে কিছু পরীক্ষা করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন।