৯ জানুয়ারি, ২০২৩II
ডেস্ক রিপোর্ট ঃ
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ কারাগার থেকে মুক্ত হচ্ছেন।
সোমবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর আদালতে জামিন আবেদন করেন ফখরুল-আব্বাসের আইনজীবীরা। আদালত তা গ্রহণ করেন। তাই হাইকোর্টের আদেশে গ্রেফতারের প্রায় ১ মাস পর আজ মুক্তি পাচ্ছেন মির্জা ফখরুল ও আব্বাস। আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্র জানায়, ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হন অনেকে। পরে অভিযানকালে বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির উত্তর ঢাকার সমন্বয়ক আমান উল্লাহ আমান, সভাপতির বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আটক করে পুলিশ।
এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও হামলা আইনে মামলা করে। এরপর ৮ ডিসেম্বর এই মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয়।