আজকের শিশুরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কারিগর: প্রতিমন্ত্রী

আজকের শিশুরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কারিগর: প্রতিমন্ত্রী

শিক্ষা

নিজস্ব প্রতিনিধি:

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ড. জাকির হোসেন বলেন, আজকের শিশুরাই ২০৪১ সালের উন্নত বাংলাদেশের কারিগর। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার ভিত গড়ে তুলতে হবে। কারণ প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তি তৈরিতে নির্ধারক ভূমিকা পালন করে।

তিনি বলেন, পূর্বসূরিরা জীবন উৎসর্গ করে জাতিকে একটি স্বাধীন মাতৃভূমি উপহার দিয়েছেন। সেই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) কুড়িগ্রামের রৌমারী উপজেলা মিলনায়তনে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বছরের প্রথম দিনে রঙিন বইয়ের ব্যবস্থা, উন্নত অবকাঠামো, তথ্য প্রযুক্তির ব্যাপক ও কার্যকর ব্যবহার, যথাযথ মনিটরিংয়ের মাধ্যমে শিশুদের নতুনভাবে পাঠদানে নিয়োজিত রয়েছে।

তিনি তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শীঘ্রই স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে। এতে প্রাথমিক শিক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত, পরিচালক মিজানুর রহমান, রৌমারী উপজেলা চেয়ারম্যান ইমান আলী ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *