নিজস্ব প্রতিনিধি:
শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছেন সাকিব আল হাসান। গল টাইটান্সের হয়ে আসরের শুরু থেকেই বেশ আলো ছড়িয়ে যাচ্ছেন এই টাইগার অলরাউন্ডার। শ্রীলঙ্কায় বেশ ফুরফুরে মেজাজেই সময় পার করছেন সাকিব। সাকিবের সেই ফুরফুরে মেজাজের আভাস পাওয়া গেলো তার গাওয়া গানের মাঝেই। ছুটির দিনে রিসোর্টে দেখা হয়েছিল শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি ডি সিলভার সাথে। তার অনুরোধে গানও গেয়েছেন বাংলাদেশের পোস্টার বয়।
যদিও গান গাইতে তেমন পারদর্শী নন সাকিব। তারপরও লঙ্কান গায়িকার অনুরোধ ফেলতে পারেরনি। তাই ইয়োহানির সুরে ভারতীয় কিংবদন্তি মোহাম্মদ রফির ‘আজকাল তেরে মেরে পেয়ারকে চার্চে’ কালজয়ী গানটি গেয়েছিলেন সাকিব।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বেশ কয়েকজন ক্রিকেটার ও ধারাভাষ্যকারকে গান গাইয়ে ছাড়ছেন ইয়োহানি। তার সেগমেন্টের নাম ‘সিংগিং চ্যালেঞ্জ’। সাকিবের সঙ্গে কথোপকথনে ‘মানিকে মাগে হিতে’ গেয়ে ভাইরাল হওয়া ইয়োহানি বলেন, ‘যেহেতু আজকে আপনার সঙ্গে এখানে আছি, এলপিএল সিংগিং চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না। আপনি কি প্রস্তুত?’ সাকিব তখন বলেন, ‘আমি প্রস্তুত নই, তবে চেষ্টা করব, জীবনে কখনও গান গাইনি।’
গান নির্বাচন করেছেন ইয়োহানি নিজেই। ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ব্রক্ষ্মচারী সিনেমার বিখ্যাত গানে সাকিব তার সঙ্গে ভাঙা ভাঙা তাল মেলাতে শুরু করেন। তার আগে অবশ্য সাকিবের এলপিএল অভিজ্ঞতার কথা জানতে চেয়েছিলেন ইয়োহানি।
বাংলাদেশি অলরাউন্ডার বলেন, ‘যতদূর মনে পড়ে আমি অনূর্ধ্ব-১৯ সাল থেকে নিয়মিত শ্রীলঙ্কা সফর করছি। প্রতি দুই বছরে অন্তত একবার বাংলাদেশ সফর করে এখানে। আমি এখানে অনেকবারই এসেছি। তবে লঙ্কা প্রিমিয়ার লিগে এবারাই প্রথম। এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি খুবই উত্তেজিত। সময় ভালোই কাটছে। দল পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে আছে। আশা করি, এই ফর্ম আমরা ধরে রাখতে পারব। ’
শ্রীলঙ্কা সম্পর্কে সাকিব বলেন, ‘আতিথেয়তা। এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক। এর বেশি চাওয়া থাকতে পারে না। অবশ্যই এই দেশটি খুব সুন্দর। তবে তা ছাড়া আতিথেয়তাও দারুণ।’