আগুন নিয়ে খেলতে আসবেন না, প্রতিহত করা হবে: বিএনপি নেতাদের ওবায়দুল কাদের

আগুন নিয়ে খেলতে আসবেন না, প্রতিহত করা হবে: বিএনপি নেতাদের ওবায়দুল কাদের

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো তত্ত্বাবধায়ক থাকবে না। প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না। সরকার পদত্যাগ করবে না। সংসদ বিলুপ্ত হবে না। নির্বাচন কমিশনস্বাধীন নির্বাচন, ইচ্ছে হলে নির্বাচনে আসুন। নইলে যা খুশি তাই করুন। আগুন নিয়ে খেলতে আসবেন না, আগুন নিয়ে খেলতে এলে প্রতিহত করা হবে।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক দফা খাদে পড়ে মরণ যন্ত্রণায় ছটফট করছে। তাদের এক দফা খাদে পড়ে আস্তে আস্তে মলিন হয়ে যাচ্ছে। বিএনপি এখন মিছিল ডাকলে মিছিল লম্বায় কমে যায়।

বিদেশীরা শুধু বাংলাদেশকে পেয়ে বসেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এ বছর বিশ্বের ২২টি দেশে নির্বাচন হবে, বাংলাদেশ ছাড়া আমি একটা দেশও খুঁজে পাচ্ছি না যেখানে বড় বড় দেশগুলো একেকবার প্রতিনিধি, কখনো কংগ্রেসম্যান মন্ত্রী গিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে? শুধুমাত্র বাংলাদেশ, কী অপরাধ আমাদের গণতন্ত্রের? কী অপরাধ আমাদের উন্নয়নের? শুধুমাত্র বাংলাদেশেই পান থেকে চুন খসলেই আমাদের নিষেধাজ্ঞা দেবে, ভিসানীতি দেবে এমন হুমকি-ধমকি দেয়।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে ইনডেমনিটি আইন পাস করে যিনি খুনীদের পুরস্কৃত করে বিদেশী দূতাবাসে চাকরি দেয়, যে খুনিদের নিরাপদে দেশের বাইরে পাঠান রাতের অন্ধকারে। সেই জিয়াউর রহমান পঞ্চম সংশোধনী আনলেন। আজকে মির্জা আব্বাস বলে সংবিধান আমরা মানি না। এটা নাকি কাটাছেঁড়া করেছি আমরা। কাটাছেঁড়া আমরা করিনি। কাটাছেঁড়া করেছে সেনাপতিরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল বলেন, বিদ্বেষের রাজনীতি করলে সারাজীবন বিরোধী দল থাকতে হবে। আজ বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন অনুসরণ করছে। আজ আইএমএফসহ সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। এই কঠিন সময়েও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সারা বিশ্বকে মুগ্ধ করেছে। কিন্তু বিএনপি শুধু জ্বালায় জ্বালায় মরে। তাদের অন্তরজ্বালা।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেবেন না? ক্ষমতা কি আপনার বাপ দাদার? ক্ষমতা আল্লাহর এবং এদেশের জনগণের। বিএনপি ক্ষমতা দেবে, সেই ক্ষমতা আমাদের দরকার নেই। বিএনপি নিজেরাই ক্ষমতায় যেতে পারে না আবার বড় বড় কথা বলে।

পদ্মা সেতু হয়েছে বলে বিএনপির অন্তরজ্বালা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কয়েকদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন। যা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ মনে করে এবং তারা আওয়ামী লীগকে শত্রু মনে করে। সেটার যাত্রা শুরু করেছিল ২১ আগস্ট। ১৫ আগস্ট কিংবা একুশে আগস্টসহ সব হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।

স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কামরুল হাসান মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *