আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘L1For You’ মিলন মেলা

বিনোদন

বিনোদন প্রতিবেদক: আগামীকাল ২০ জানুয়ারি শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘L1For you’ মিলন মেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিকটক তারকাদের সমাগম ও গেট টুগেদার পার্টি ও মিলন মেলা আয়োজন করা হয়েছে। মো:লিটন খান পরিচালিত প্রযোজনা পপি মিঠুন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে দি ঢালী দরবার রেস্টুরেন্ট, কোকাকোলা, এ্যাপোলো পকেট গেইট, ভাটারা। সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিঠুন,পপি ক্রিম মাপা,অর্থায়, কথা কলি, শারমিন শিলা, চিত্রনায়িকা ময়ূরী,জয়া চৌধুরী, জাউড়ার বউ, জুলি ভাবি,পড়শি আক্তার মৌ, সুমন, রুবিনা মনির, সাথী খান, জামাল ভাই, ভাবনা, বিল্লাল মাসুম, সহ অসংখ্য টিকটক তারকা। অনুষ্ঠানে আইটেম থাকবে দুপুরের লাঞ্চ, টিকটক টি শার্ট, বিজয়ীদের অ্যাওয়ার্ড, আকর্ষণীয় বিশেষ গিফট থাকবে ছোট বড় সকলের জন্য। অনুষ্ঠানে সবাইকে আসার জন্য অনুরোধ করেছেন ‘L1 For you’ সভাপতি লিটন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *