আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করেছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করেছে : প্রধানমন্ত্রী

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমত ও উন্নয়নে কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে।

রোববার (১৩ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

১৫ আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া কারবালার ঘটনার আরেকটি পুনরাবৃত্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারবালায় নারী ও শিশু নিহত হয়নি। কিন্তু ১৫ আগস্ট হত্যাকারীরা আমার মা, আমার ভাইয়ের স্ত্রীদের রেহাই দেয়নি। রেহাই পায়নি চার বছরের একটি শিশুও। সবাইকে হত্যা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ওই রাতে আমি ও আমার ছোট বোন দেশের বাইরে ছিলাম। স্বজনহারা আর্তনাদ আর ঘর বাড়ি ছাড়া ছয়টি বছর আমাদের কাটাতে হয়েছে। ১৯৮১ সালে আমরা দেশে ফিরে আসি। দেশে ফিরে সেই চেনা মুখগুলো খুঁজে পাইনি। যারা আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়েছিলেন। বনানীতে সারি সারি কবর পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ পেয়েছি। তাই ওই মানুষগুলো আমার পরিবার, তারাই আমার নিজের। তাদের মধ্যে বাবার আদর, মায়ের স্নেহ ফিরে পেয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস পেয়েছি। যা আমাকে প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। সামনে থেকে মৃত্যু দেখেছি বারবার। কিন্তু আমি কখনো ভয় পাইনি। কেন যেন মনে হলো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, এদেশের মানুষের জন্য কিছু করার জন্য। আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু সময় দেন,কিছু মানুষকে কিছু কাজ দেন, যতক্ষণ না আমি এই কাজটি শেষ করব, রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন। এই বিশ্বাস নিয়েই হাঁটছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *