নিজস্ব প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, সমাবেশের অনুমতি চেয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল আবেদন করেছে। আমরা পর্যালোচনার পর কিছু দলকে অনুমতি দেব।
বুধবার (২৬ জুলাই) দুপুরে তাজিয়া মিছিল উপলক্ষে লালবাগের হোসেনী দালানের ইমামবাড়ায় ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগ বিএনপিসহ ৯টি রাজনৈতিক দলের সভা-সমাবেশের আবেদন আমরা পেয়েছি। কর্মকর্তাদের সাথে পর্যালোচনা এবং আলোচনার পরে কয়েকটি গ্রুপকে অনুমতি দেওয়া হবে।
জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, যারা অনুমতি পাবেন, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব।
তিনি বলেন, আমি গণমাধ্যমের মাধ্যমে সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করবো, ওয়ার্কিং ডে-তে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার মানুষকে থামিয়ে দেয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় আটকে রাখার বিষয়টি ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান। সমাবেশের লাঠি এবং ব্যাগ আনা যাবে না। ব্যাগে কিছু ধরনের বিস্ফোরক থাকতে পারে। আর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করবো আপনারা কর্মসূচি করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে করার চেষ্টা করেন।হয়তো ভবিষ্যতে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে সাধারণ মানুষের কথা চিন্তা করে ভবিষ্যতে এই সকল সমাবেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।