আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:
কিছুদিন আগে আয়ারল্যান্ড বাংলাদেশে এসে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে। ফিরতি সফরে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল। দুই গ্রুপে ভাগ হয়ে ইংল্যান্ডে পৌঁছেছেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।

গত রবিবার (৩০ এপ্রিল) প্রথম বহরে পাঁচজন ক্রিকেটার এবং কোচিং স্টাফ সদস্যদের নিয়ে খুব ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ। সোমবার (১ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় তারা লন্ডনে পৌঁছান। আর বাংলাদেশ দলের দ্বিতীয় ব্যাচ সোমবার সকালে দেশ ছাড়ে, যেখানে ছিলেন মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার ও হাসান মাহমুদরা। ক্রিকেটারদের দ্বিতীয় বহরও মঙ্গলবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় ইংল্যান্ডে পৌঁছেছে।

লিটন দাস, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া বাংলাদেশ দলের বাকি সদস্যরা এই দুই বহরে ইংল্যান্ড পৌঁছেছেন। আইপিএল থেকে তাড়াতাড়ি দেশে ফিরলেও দলের সঙ্গে না গিয়ে ৩ মে লন্ডনে যাওয়ার কথা লিটনের। এদিকে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে থাকায় সেখান থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। আইপিএল খেলতে ভারতে থাকা মুস্তাফিজুর রহমানও সরাসরি ইংল্যান্ডে যাবেন।
মূল সিরিজ শুরুর আগে ৫ মে চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে দলের সব সদস্যের দলে যোগ দেওয়ার কথা রয়েছে। ৯, ১২ এবং ১৪ মে আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *