আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নবনির্মিত ভবন উদ্বোধন

আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নবনির্মিত ভবন উদ্বোধন

জেলা

মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধিঃ
মাগুরা আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ আবালপুরে নতুন ভবন উদ্বোধন, নবীনবরন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ টার সময় কলেজ ক্যাম্পাসে মাগুরা আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ আবালপুর এর আয়োজনে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাগুরা ও চেয়ারম্যান ১৩ নং গোপালগ্রাম ইউনিয়ন পরিষদ অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন মাগুরা-১ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন ,মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল। সম্মানিত অতিথির আসনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাগুরা আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাগুরা ও আহবায়ক বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখা মাগুরা বশীর আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য ব্যবস্থাপনা কমিটি মাগুরা আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাগুরা ও সাবেক কৃষি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা মাগুরা মোঃ সোহেল পাভেজ মিয়া (দ্বীপ) এবং সার্বিক পরিচালনায় বিএম কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম কানন, অধ্যাপক মোঃ আবু নাঈম। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন, আলামীন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ আলী হাসান, প্রভাষক সেলিনা পারভীন শিলা, মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্র লীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সাবেক ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পলাশ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠানে অধ্যক্ষ নাসিরুল ইসলাম মিলন বক্তব্যে এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে জানান, ‘আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ৪ তলা ভবন, রাস্তা সংস্কার, পানি নিষ্কাশন ড্রেন দরকার। এছাড়াও কোমলপ্রাণ শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে ইট ভাঙ্গার কারণে ও ১০ চাকার ট্রাকের শব্দের জন্য’ এটাও উল্লেখ করেন। প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বক্তব্য বলেন মাগুরা আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাগুরা এর জন্য আমি ইতিমধ্যে ১ তলা আধুনিক ভবন নির্মাণ করে দিয়েছি এবং সামনে কলেজের সকল উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি নিজ হাতে দোয়ার মাধ্যমে নতুন ১ তলা ভবন উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *