আইএফআইসি ব্যাংকের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আইএফআইসি ব্যাংকের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি:

সবুজায়নের প্রতিশ্রুতি নিয়ে সারাদেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে আইএফআইসি ব্যাংক। ‘বৃক্ষ হোক জীবনের ছায়াসঙ্গী’ স্লোগানে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারোয়ার এবং বিশিষ্ট অভিনেতা রামেন্দু মজুমদার আইএফআইসি টাওয়ার প্রাঙ্গণে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্যাংকের ১৩০০ শাখায় এই কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় শাহ আলম সারোয়ার বলেন, সারাদেশে ছড়িয়ে থাকা আমাদের শাখার কর্মীরা উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন যা চলবে এক মাস। সবুজায়নের এই ধারা অব্যাহত রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামূল্যে চারা দেওয়া হবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার আইএফআইসি ব্যাংকের পরিবেশ সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শাখা-উপশাখায় বৃক্ষ রোপণের পাশাপাশি আইএফআইসি বিনামূল্যে চারা বিতরণের যে কার্যক্রম হাতে নিয়েছে তা প্রশংসনীয়।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো টেকসই বাংলাদেশ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচির কারণে আওয়ামী লীগের এই তিন সহযোগী সংগঠন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *