ডেস্ক রিপোর্ট ঃ
শনিবার (১৪ জানুয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। অজিদের ৫ উইকেটে ১৩০ রানের জবাবে, ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।
বেনোনিতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে প্রথমে চাপে পড়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে মাত্র ৫ রানে ওপেনার পেলেকে ফিরিয়ে দেন দিশা বিশ্বাস। এরপর ম্যাচের চতুর্থ ওভারে আবারও পরাজিত হন তিনি। আরেকটি অস্ট্রেলিয়ান প্রথম ম্যাচে প্যারিস বোল্ডারকে ৭ রানে প্যাভিলিয়নে নিয়ে যান। এরপর আজিরা ৫১ বলে ৫২ ও এলা ৩৯ বলে ৩৫ রান করলেও বড় গোল করতে পারেননি আজিরা। শেষ পর্যন্ত, স্মিথের ৭ বলে এবং ক্যাপ্টেন ম্যাককেনার ৬ বলের সুবাদে আজিরা ১৩০ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মারুফা ও দিশা। একটি উইকেট নেন রাবেয়া।
১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই স্টার্টার রানী সাহাকে হারায় টাইগ্রেসরা। এরপর টাইগ্রেসাসের হয়ে আফিয়া হুমাইরা ২২ বলে ২৪ রান এবং দিলারা আক্তার ৪২ বলে ৪০ রান করেন। অস্ট্রেলিয়া ছাড়াও টুর্নামেন্টের পুল এ তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা ও ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ নারী দল তাদের সব ম্যাচই বেনোনিতে খেলবে।