আন্তর্জাতিক ডেস্ক:
তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে থাকা পাকিস্তানের মুদ্রার রেকর্ড দরপতন হয়েছে। বৃহস্পতিবার এক ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা দাঁড়িয়েছে ৩০০ রুপিতে। খোলা বাজারে ছিল ৩১৪ রুপি। এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (ইসিএপি) এ তথ্য জানিয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিষেধাজ্ঞা শিথিল করার জন্য স্থানীয় ইউনিটের ওপর চাপ বেড়েছে। অর্থনীতি বিশেষজ্ঞ ও অর্থমন্ত্রীর সাবেক উপদেষ্টা ড. খাকান নাজিব জিও টিভিকে বলেছেন যে ইতিমধ্যে পার্ক করা কন্টেইনার ছেড়ে দেওয়ার চাপ এবং রপ্তানি ও রেমিট্যান্স হ্রাস ডলারের তারল্য সংকটের দিকে পরিচালিত করেছে।
কালোবাজারি রোধ করে ডলারের ক্রমাগত বৃদ্ধি রোধে সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা।
আর্থিক তথ্য ও বিশ্লেষণ পোর্টাল মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসির ডনকে বলেন, “সরকার এবং সমস্ত স্টেকহোল্ডারদের কালো বাজার নির্মূল করার জন্য একটি সঠিক কৌশল বাস্তবায়ন করতে হবে। আন্তঃব্যাংক বাজারে ডলার খুঁজে পাওয়া খুব কঠিন তবে এটি খোলা বাজারে ‘কালো দামে’ সহজেই পাওয়া যায়।”
পাকিস্তান বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রয়েছে। শাহবাজ শরিফের সরকার মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। এদিকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে রয়েছেন। গত বছর থেকে পাকিস্তান রাজনীতি ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই চরম অস্থিরতার সম্মুখীন হচ্ছে।