ডেস্ক রিপোর্ট ঃ
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরশিপ বোর্ডে দীর্ঘদিন ধরে আটকে থাকা ‘শনিবার বিকেল’ ছবিটি মুক্তির অনুমতি দেয়া হয়েছে। প্রায় চার বছর ধরে বিভিন্ন অজুহাতে সেন্সর বোর্ডে আটকে ছিল ছবিটি।
শনিবার (২১ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরশিপ বোর্ড কর্তৃক ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ নিয়ে আপিল বোর্ডে শুনানি হয়। এদিন আপিল কমিটির সদস্যরা ছবির প্রযোজকের বক্তব্য শোনেন।
মন্ত্রিপরিষদ সচিব ও সেন্সরশিপ বোর্ডের চেয়ারম্যানের সভাপতিত্বে সাত সদস্যের সেন্সরশিপ আপিল কমিটির সদস্য হিসেবে ছিলেন সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, সাবেক সহ-সচিব নুরুল করিম, অভিনেত্রী সুচরিতা এবং জাতীয় প্রেসক্লাবের মহাসচিব শ্যামল দত্ত।
এর আগে প্রযোজক ফারুকী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ‘শনিবার বিকেল’ ছবির আপত্তিকর জায়গাগুলো চিহ্নিত করে সংশোধনের তালিকা প্রযোজকদের দেওয়া হবে। এখন পর্যন্ত আমরা সেই চিঠি পাইনি।
উল্লেখ্য, গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি। এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানী প্রমুখ।