আন্তর্জাতিক ডেস্ক:
আট মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে রাশিয়া বাখমুত শহরের নিয়ন্ত্রণ নেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (২১ মে) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা।
তিনি আরও বলেন, ওয়াগনারের ব্যক্তিগত সেনাবাহিনীর সহায়তায় রুশ সেনারা বাখমুত দখল করেছে। তারা এটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
জেলেনস্কি বলেছিলেন যে তিনি মনে করেন তারা ইউক্রেনের এই শহরটি হারিয়েছে। তিনি আরও বলেন, ‘আপনাদের বুঝতে হবে যে সেখানে আর কিছুই নেই।’ জেলেনস্কি বলেন, ‘তারা সবকিছু ধ্বংস করেছে।’
তিনি আরও বলেন, ‘আজকের জন্য বাখমুত কেবল আমাদের হৃদয়ে, এই জায়গায় কিছুই নেই।’
জেলেনস্কি বর্তমানে জাপানের হিরোশিমায় অবস্থান করছেন। সেখানে জি-৭ সম্মেলনে তিনি এসব কথা বলেন।