জাবি প্রতিনিধি:
দ্রুততম সময়ের মধ্যে মাস্টার প্ল্যান প্রণয়ন ও অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩৭ কোটি টাকা ব্যয়ে ৩য় প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রগতিশীল শিক্ষার্থীরা।
বুধবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরে সামাজিক বিজ্ঞান অনুষদ সংলগ্ন টারজান পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসময় ছাত্র ইউনিয়নের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশফার রহমান নবীন বলেন, ‘জাহাঙ্গীরনগরের প্রাণ প্রকৃতি ধ্বংস করে কংক্রিটের নগরীতে পরিণত করতে চায় প্রশাসন। তারা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিভিত্তিক উন্নয় না করে ভবনের পর ভবন নির্মাণ করে যাচ্ছে। পরিকল্পিত উন্নয়নের কথা বলতে গেলে আমাদেরকে উন্নয়নবিরোধী ট্যাগ দেওয়া হয়; কিন্তু আমরা উন্নয়নবিরোধী নই। আমরা অপরিকল্পিত উন্নয়নেরবিরোধী’।
জাবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক কনৌজ কান্তি রায় বলেন, ‘তৃতীয় প্রশাসনিক ভবন নির্মাণে দ্বিমত থাকা সত্ত্বেও প্রশাসন টারজান পয়েন্টে সেটি নির্মাণের পরিকল্পনা করেছে। তারা আগে এই স্থানে ছাত্রীদের খেলার মাঠ নির্মাণের কথা বলেছিল। কিন্তু এখন সেই মত পাল্টে ফেলেছে। প্রকল্পের টাকা থেকে ঈদ সালামি দেয়া হয়, যেখানে যেভাবে পারছে ভবন নির্মাণ করা হয় অথচ মাস্টারপ্ল্যান করা হয়না।’
উল্লেখ্য, বর্তমান জাবির প্রথম প্রশাসনিক ভবন নির্মাণ করা হয় ’৯০ দশকে। নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই দ্বিতীয় প্রশাসনিক ভবন উদ্বোধন করা হয় ২০১৬ সালে। নতুন প্রশাসনিক ভবনটি মাত্র ৪০ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ করা যাবে; কিন্তু তা না করে নতুন ১৩৭ কোটি টাকা ব্যয়ে আরও একটি প্রশাসনিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছে প্রশাসন। নতুন এই প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প বন্ধ করার দাবিতে অনেক দিন যাবৎ আন্দোলন করে আসছে প্রগতিশীল শিক্ষার্থীরা।