অপরাজিতাদের নেতৃত্ববিকাশ ও এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ

অপরাজিতাদের নেতৃত্ববিকাশ ও এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ

জেলা

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ববিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  আজ সকালে অপরাজিতা প্রকল্পের আওতায় কচুয়া উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রাধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: তাছমিনা খাতুন। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন অপরাজিতা কাজল মন্ডল ও প্রকল্পের এডভোকেসি ও নেটওয়ার্কিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলবার্টাস বাংলাদেশ এমএন্ডই সমন্বয়কারী ফাতেমা মাহমুদা। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল ও এমএন্ডই সমন্বয়কারী ফাহামিনা জাহান ইভা। প্রশিক্ষণটি সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু ও ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তার । প্রশিক্ষণে কচুয়া উপজেলার অপরাজিতারা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *