নিজস্ব প্রতিনিধি:
দিনকয়েক আগেই বলিউডের বিখ্যাত অভিনেতা অুপম খের ঘোষণা দেন যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে ধরা দেবেন। গত ৮ই জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি শর্ট ভিডিওতে অনুপমকে এই রূপে দেখে চমকে গিয়েছিলেন নেটদুনিয়া। হট্টগোল শুরু হয় নেট পাড়ায়। তবে রবি ঠাকুরের ছদ্মবেশে কাউকে দেখতে তীব্র আপত্তি জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবি ঠাকুরের পোশাকে কাউকে দেখতে আপত্তি রয়েছে অভিনেত্রী স্বস্তিকার। রবিবার ৯ জুলাই অনুপম খেরের নাম না করে, তিনি টুইটারে ‘রবি’ সাজা নিয়ে আপত্তি জানিয়ে লিখেছেন, ‘রবি ঠাকুরের ভূমিকায় কারও অভিনয় করা উচিত নয়, লোকটাকে একা ছেড়ে দিন।’
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্বস্তিকার সঙ্গে সম্মতির কথা জানিয়েছেন অনেকেই।
রবীন্দ্রনাথকে নিয়ে শুধু স্বস্তিকা কেন অনেক বাঙালির মধ্যেই একটা আলাদা আবেগ কাজ করে। স্বস্তিকা মুখোপাধ্যায় কবিগুরুর প্রতি তার ভালোবাসা, উপলব্ধি এবং আবেগ প্রকাশ করেছেন বহুবার। সম্প্রতি পুরীতে গিয়েও স্বস্তিকাকে সমুদ্র সৈকতে বসে সবার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা গেছে। স্বস্তিকা তার লেখায় বহুবার বলেছেন যে তিনি রবীন্দ্রনাথের জীবনদর্শন গ্রহণ করে বাড়িতে একটি রবীন্দ্রিক পরিবেশে বেড়ে উঠেছেন। আর তাই রবীন্দ্রনাথকে নিয়ে কী ধরনের সিনেমা তৈরি হবে, তাকে নিয়েও কাটাছেঁড়া করা হবে এই ভেবেই আতঙ্কিত হয়ে পড়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিওর পরে অনুপম খের এখনও ছবির নাম, বিষয়বস্তু এবং মুক্তির তারিখ প্রকাশ করেননি। তবে তিনি বলেছেন যে এটি তার ৫৩৮তম ছবি হতে চলেছে।