অক্সিজেন মুখে মেহজাবীন!

অক্সিজেন মুখে মেহজাবীন!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

বেশ কিছুদিন ধরেই পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনকে। যা নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে নেট দুনিয়ায় নানা জল্পনা-কল্পনার কমতি ছিল না। কিন্তু এবার তাকে দেখা গেলো কিছুটা অন্য লুকে। তাকে দেখা যাচ্ছে মাথায় একগুচ্ছ ফুল, মুখে অক্সিজেন মাস্ক, অফ সোল্ডার জামা, চোখেমুখে বিস্ময়, চোখের পানিতে ভেসে যাচ্ছে কাজল এমন লুকে। কিন্তু কেন এমন লুক তার?

আসলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আসছে তার ওয়েব সিরিজ ‘আমি কি তুমি’। মূলত এই ওয়েব সিরিজের জন্যই নতুন লুকে মেহজাবীনকে হাজির করেছেন পরিচালক।

শুক্রবার (১৪ জুলাই) সিরিজটির লুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে মেহজাবীনকে দেখা যাচ্ছে সম্পূর্ন অন্যরকম। দীর্ঘদিন পর মেহজাবীনের নতুন কাজের খবর এবং লুক পোস্টার ইন্টারনেটে বেশ রহস্যের সৃষ্টি করেছে।

নেটিজেনরা বলছেন, এ কোন মেহজাবীন? এ প্রসঙ্গে আই স্ক্রিন কর্তৃপক্ষ জানায়, শিগগিরই মুক্তি পেতে যাওয়া আট পর্বের ওয়েব সিরিজ ‘আমি কি তুমি’-তে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে।

ভিকি জাহেদ বলেন, ‘থ্রিলার ও হররের বাইরে রোমান্স ও ড্রামা অবলম্বনে এই বিষয়বস্তু তৈরি করেছি। অনেকদিন পর দর্শকরা আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *